শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ

সংরক্ষিত নারী আসনের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ বার পঠিত
সংরক্ষিত নারী আসনের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: 

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এবং কোন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবাইকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার জানান,গত কাল রোববার (২৫ ফেব্রুয়ারি) কোন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায়  সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার শবে বরাতের ছুটি থাকায় বিজয়ী সব নারী সংসদ সদস্যের নামে মঙ্গলবার গেজেট ঘোষণা হবে। বিজয়ী নারী সংসদ সদস্যের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগের প্রার্থী ও দুই জন জাতীয় পার্টির প্রার্থী। 

আওয়ামী লীগের নারী সংসদ সদস্যরা হলেন:

১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)২. দ্রৌপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)৩. আশিকা সুলতানা (নীলফামারী)৪. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)৫. কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)৬. জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)৭. রুনু রেজা (খুলনা)৮. ফরিদা আক্তার বানু (বাগেরহাট)৯. ফারজানা সুমি (বরগুনা)১০. খালেদা বাহার বিউটি (ভোলা)১১. ফরিদা ইয়াসমিন (নরসিংদী)১২. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)১৩. নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)১৪. মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)১৫. পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ)১৬. আরমা দত্ত (কুমিল্লা)১৭. লায়লা পারভীন (সাতক্ষীরা)১৮. মুন্নুজান সুফিয়ান (খুলনা)১৯. বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ)২০. শবনম জাহান (ঢাকা)২১. পারুল আক্তার (ঢাকা)২২. সাবেরা বেগম (ঢাকা)২৩. শাম্মী আহমেদ (বরিশাল)২৪. নাহিদ ইজহার খান (ঢাকা)২৫. ঝর্ণা আহসান (ফরিদপুর)২৬. ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ)২৭. সাহেদা তারেক দীপ্তি (ঢাকা)২৮. অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)২৯. শেখ আনার কলি পুতুল (ঢাকা)৩০. মাসুদা সিদ্দিক রোজী (নরসিংদী)৩১. তারানা হালিম (টাঙ্গাইল)৩২. শামসুন নাহার (টাঙ্গাইল)৩৩. মেহের আফরোজ চুমকি (গাজীপুর)৩৪. অপরাজিতা হক (টাঙ্গাইল)৩৫. হাসিনা বারী চৌধুরী (ঢাকা)৩৬. নাজমা আক্তার (গোপালগঞ্জ)৩৭. ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর)৩৮. আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)৩৯. কানন আরা বেগম (নোয়াখালী)৪০. শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)৪১. ফরিদা খানম (নোয়াখালী)৪২. দিলারা ইউসুফ (চট্টগ্রাম)৪৩. ডরথি তঞ্চঙ্গা (রাঙ্গামাটি)৪৪. সানজিদা খানম (ঢাকা)৪৫. নাছিমা জামান ববি (রংপুর)৪৬. নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)৪৭. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম)৪৮. রুমা চক্রবর্তী (সিলেট)

অন্যদিকে জাতীয় পার্টি থেকে সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম ও দলের ভাইস চেয়ারম্যান নুরুন নাহার এমপি নির্বাচিত হয়েছেন।

 

 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।