মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
বিদ্যুৎ মিয়া বিদ্যুতের খুঁটির আঘাতেই নি হ ত!
বাঁশতৈল ইউনিয়নের তালতলা বাসস্ট্যান্ডের উত্তর পাশে বিদ্যুৎ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী গোড়াই-সখিপুর রোডে দূ র্ঘ টনায় মৃ ত্যু বরন করেন।
বিদ্যুৎ মিয়া নামের ব্যক্তিটি কিভাবে বৈদ্যুতিক খুঁটির সাথে আগাত লেগে নি হ ত হলো কেউ বলতে পারে না।
বিদ্যুৎ মিয়ার বাড়ি বগুড়া জেলার ধণূট থানার ভান্ডার বাড়ি ইউনিয়নের মাধব ডাঙ্গা গ্রামে।পিতার নাম আইয়ুব আলী।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই নেসার উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।