সুদর্শন চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাংগা উপজেলার শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে নিজের ভুল বুঝতে পেরে সনাতন ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাইলেন রবিন সাহা। এ সময় তিনি বলেন আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে আপনারা কোলে তুলে নিবেন, আপনারা আমাকে ফেলে দিবেন না, মানুষ মাত্রই ভুল করে, কেউই ভুলের ঊর্ধে নয়, তাই আমি আবারও আমার ভুলের জন্য ক্ষমা চাই।
এ সময় তিনি নিজের ভুল সংশোধন করতে শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠান শেষে দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ভাংগার ব্যবসায়ী রবিন সাহা গত ১৪ই জুন (আর.টিভি) তে এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের ৫০% হিন্দুরা এবং ভারতের পশ্চিমবঙ্গের ৮০% হিন্দুরা গরুর মাংস খায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংগা উপজেলার সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, ভাংগা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ কমল দাস এবং সদানন্দ টিকাদার সহ প্রমুখ।