মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলো পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে স্টাফ রিপোর্টার মো.আলমগীর হোসেন মিঞার আয়োজনে কেক কেটে ও বৃক্ষ রোপনের মাধ্যমে প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপণ করা হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলার জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাছির উদ্দীন উজ্জ্বলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক
হাফিজ আহমদ, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল মাহফুজ, গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী এবং গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ড. এম এ মান্নান সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি জেলার জনপ্রিয় পত্রিকা দৈনিক সভ্যতার আলো পত্রিকার সঠিক সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখা ও পত্রিকাটির ঙঊওর উওর সাফল্য কামনা করেন।
এসময় গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদ এর গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, ইয়ুথ জার্নালিস্ট ফোরামে মুন্সিগঞ্জ জেলা সাখার সভাপতি মুকবুল হোসেন, সাংবাদিক রিপন মোল্লা,দৈনিক দেশ রূপান্তর গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ,৭১ টিভির গজারিয়া সংবাদ দাতা সায়মন সাহাদাত, মানবকন্ঠ পত্রিকার গজারিয়া প্রতিনিধি আল আমিন, ফাল্গুনী টিভির গজারিয়া প্রতিনিধি সোলায়মান সিকদার, দৈনিক শব্দমিছিলের গজারিয়া প্রতিনিধি রাজু বাবু, সময়ের কাগজের গজারিয়া প্রতিনিধি রাসেল সরকার, দৈনিক ভরের সময় দৈনিক গজারিয়া প্রতিনিধি আমজাজ হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার গজারিয়া প্রতিনিধি ওসমান গনি, স্থানীয় সাংবাদিক বৃন্দু।
আলোচনা সভা, কেক কাটার পুর্বে প্রধান অতিথি জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পরিবেশ বান্ধব একটি গাছের চারা রোপণ করেন ।