আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে ঈদের উপহার ও আর্থিক অনুদান দিযেছেন আমেরাকি প্রবাসি ও পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক দিপংকর মৃধা (দীপু)।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) মোংলা উপজেলার বিভিন্ন শহর ও গ্রাম এলাকার অসহায় দুস্থ্য জনগনের কাছে এ ঈদ উপহার তিনি পৌছে দেন।
এর আগে করোনায় মানুষ যখন গৃহ বন্দী অসহায় হয়ে পড়েছিলো তখনও এই অসহায় মানুষের পাশে সবসময়ই ছিলেন দীপু মৃধা।
পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপংকর মৃধা দীপু বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধণার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। দ্রব্যমুল্যের উর্দ্ধগতির এই বাজারে যাতে অসহায় ও নিঃস্ব মানুষের মাঝে ঈদের দিন একটু হাসি ফুটাতে পারি সে জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি মনে করি দেশের বিভিন্ন সংগঠন ও বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে আশেপাশের যে সকল অসহায় ও গরীব মানুষ আছে, ঈদের দিনে গরীব ও অসহায় মানুষের মাঝে কোন কষ্ট থাকবে না। সকলে মিলে পবিত্র ঈদুল ফিতর উপভোগ করা সম্ভব হবে।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২