বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় সংখ্যালুঘু এক সাংবাদিকের বাড়ি হামলার ঘটনা ঘটেছে এ সময় বাড়িতে থাকা সাংবাদিক উজ্জ্বল কুমার দাসের উপর আক্রমণ চালিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়।মোবাইলে সাংবাদিকের গুরুত্বপূর্ণ সংবাদ সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট থাকায় ফোন দিতে না চাইলে আক্রমণকারিরা জোরপূর্বক দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে।এসময় ঘারের একপাশে লোহার রডের আঘাতে সাংবাদিক আঘাত প্রাপ্ত হয়।চিকিৎসা নিতে যেতে গেলে বাঁধা সৃষ্টি করে পরে ব্যর্থ হয়ে বাড়িতে বসে প্রাথমিক চিকিৎসা নিতে বাধ্য হয় যদিও পরবর্তীতে বিকালে হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছে বলে জানিয়েছেন।
ঘটনাটি ঘটে ২৫ জানুয়ারি সকাল ১০.৩০ মিনিটের দিকে।এসময় আক্রমণকারীদের মধ্যে নেতৃত্বে ছিল এলাকার প্রভাবশালী সন্ত্রাসী মৃত উকিলউদ্দিনের ছেলে আশরাফ শেখ(৬০),কাদের শিকদারের ছেলে তানভীর শিকদার(২৮),আদিল উদ্দিনের ছেলে চান(৩৬),মৃত আব্দুল জলিলের ছেলে কামরুল ইসলাম(৪৫) এছাড়াও মিজান শেখ(৫৫),কামরুল শেখ(৫৮) সহ অজ্ঞাত নামা ৩০ জনের মতো একটি সঙ্ঘবদ্ধ দল এ হামলায় নেতৃত্ব দেয় এবং ঘরের ভিতর ডুকে বিভিন্ন জিনিস পত্র ভাঙচুর করার চেষ্টা করে।চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে দ্রুত দলবল সহ পালিয়ে যায়।
ভুক্ত ভোগী উজ্জ্বল কুমার দাস বলেন,পূর্বপরিকল্পিত ভাবে মোবাইলে থাকা বিভিন্ন ধরনের সংবাদ সংক্রান্ত ডকুমেন্ট ছিনিয়ে নিয়ে আমাকে মেরে ফেলার উদ্দেশ্য এ হামলা চালিয়েছে।এর আগেও আমার বোনের ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করার জন্য এধরণের আক্রমণ চালিয়ে ব্যার্থ হয়েছিল বিষয়টি নিয়ে তখন কচুয়া থানা পুলিশে জানালেও কিছু হয়নি।তাই পরিকল্পিত ভাবে আবারও এধরণের বড় আক্রমণ চালিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল।এ ঘটনা থানায় মৌখিক ভাবে জানিয়েছি কিন্তু সংখ্যালুঘু হওয়ায় প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করতে নিরাপত্তাহীনতায় ভুগছি তাই এখনো এ ঘটনার লিখিত কোন অভিযোগ করিনি।