সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
উৎসব আমেজে সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র, ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত,কারিমা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ যেন প্রাণ ছুঁয়ে যাওয়া এক আনন্দঘন পরিবেশ।
শুক্রবার ২৬আগস্ট সকাল ৯টায় বিদ্যালয় চত্বরে প্রাক্তন ছাত্রছাত্রীদের, অনুষ্ঠিত হয় পুনর্মিলনী এই অনুষ্ঠান।
প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ২০০৮ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করা হয় পূর্ণমিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানমালায় স্কুলজীবনের বৈচিত্র্যময় দিনগুলোর স্মৃতিচারণা করেন এবং দেশ ও দশের কল্যাণে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ছাত্র,ছাত্রী অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল দুপরের খাবার পরিবেশেন
এ ছাড়া খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে প্রীতিভোজ ও র্যালী ফেল ড্র’র মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আনন্দ আয়োজন।