জি এম রাজু আহমেদ,নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ১১-নং রতনপুর ইউনিয়নের সতহালিয়া গ্রামের বাসিন্দা বাংলাদেশ পিবিআই পুলিশের ডিআইজি গোলাম আব্দুর রউফ খান এর শ্রদ্ধেয় পিতা বিশিষ্ট সমাজ সেবক শোমসের খান বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। ৮ জানুয়ারি দুপুরে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানাজা নামাজে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পিবিআই পুলিশের ডিআইজি গোলাম আব্দুর রউফ খান ।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিউর রহমান চৌধুরী , সাতক্ষীরা ৪ সংসদীয় আসনের নবাগত সংসদ সদস্য এস এম আতাউল হক (দোলন) । কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিন আলী মুন্সী, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান । ১১ নং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন (খোকন) ।
রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীম আল রাজী (টোকন) । অন্যান্য সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গ্রামের মুসুল্লী ও এলাকাবাসী বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। বিশিষ্ট সমাজসেবক শমসের খান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ,সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও বাংলাদেশ পিবিআই পুলিশের ডিআইজি,গোলাম আব্দুর রউফ খান এর পিতার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে উপস্থিতি ছিলেন আত্মীয়-স্বজন , পাড়া প্রতিবেশী ও গ্রামের মুরুব্বীগণ । এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।