মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ
তালা উত্তর নলতা গ্রামে পটলের খেতে দীর্ঘদিন ধরে গাঁজা গাছের চাষ করে আসছে মশিয়ার ৩৮)নামে এক ব্যক্তি তাঁকে গাঁজা গাছ সহ আটক করেছে, তালা থানার( উপপরিদর্শক এ এসআই মোঃ মনিরুজ্জামান মনির) ও তার সঙ্গী।
পুলিশ টিম সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে সে হলো তালা উপজেলা উত্তর নলতা গ্রামের মশিয়ার নামে এক ব্যক্তি পটলের খেতে গাঁজা চাষ কারি,তালা উপজেলা মৃত আমির আলী মোড়লের ছেলে, মশিয়ার মোড়ল তার কাছ থেকে (১টিশুকনোও ৫টি কাঁচা গাছ সহ,তার ওজন, মোট ৬,৩০ গ্রাম গাঁজা সহ আটক করেছে, তালা থানারএ এসআই মনিরুজ্জামান মনির)জানান পটল ব্যবসাসহ এক ওই জমিতে গাঁজার চাষ করে আসছে। এবিষয় নিয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চৌধুরী রিজাউল করিম জানান তার বিরুদ্ধে তালা থানায় মাদকের আইনে একটি মামলা হয়েছে, তাকে আজ বিকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।