সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর থানা পুলিশ মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছ।
সাতক্ষীরা সদর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এঁর নেতৃত্বে থানার এসআই(নিঃ)মোঃ মোস্তাক আহম্মেদ সঙ্গীয় এএসআই(নিঃ)মোঃ রাকিবুল ইসলাম, এএসআই(নিঃ)আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স সহ সাতক্ষীরা থানাধীন পাচানী পশ্চিমপাড়া গ্রামস্থ বাবুর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৩ জুন, রাত্র ১০:৩০ মিনিটে ঘটনাস্থল হতে আসামী মোঃ হবিবার রহমান(৩৮), পিতা-মোঃ আলেক সরদার , গ্রাম- পাঁচানী পশ্চিমপাড়া , থানা- সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশি করে এই মাদকদ্রব্য পাওয়া যায়। জানাগেছে, ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, মুল্য আনুমানিক ৩০,০০০/- টাকা ।
এ বিষয় থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।