মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতিতে আবু আহমেদ-গোলাম মোর্শেদ নির্বাচিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২২৯ বার পঠিত

তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিনিধিঃ 

নানান জল্পনা-কল্পনার পর অবশেষে সম্পন্ন হলো সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। 

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সম্পন্ন হওয়া ত্রি-বার্ষিক নির্বাচনে বাঘ প্রতীক নিয়ে ৪৬ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে পরাজিত করে বেসরকারিভাবে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে ৭১ ভোটের ব্যবধানে পরাজিত করে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোর্শেদ।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ এই ফলাফল ঘোষণা করেন।

কোন বিশৃংখলা ছাড়াই নির্বিঘেœ ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ২৮৭ জন ভোটারের মধ্যে উপস্থিত ছিলেন ২৮৫ জন। বাকি দুইজন অসুস্থ থাকায় ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেননি।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে বর্তমান আহবায়ক সাইফুল করিম সাবুর ১১৭ ভোটের বিপরীতে বাঘ প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে শেখ জাহাঙ্গীর হোসেনের ১০১ ভোটের বিপরীতে আনারস প্রতীকের মো. গোলাম মোর্শেদ ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া কার্যকরী সভাপতি পদে শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রাথী শেখ ওবায়েদুস সুলতান বাবলু হাতি প্রতীকে পেয়েছেন ১২১ ভোট। সহ-সভাপতি পদে টেলিভিশন প্রতীক নিয়ে জামালউদ্দিন ১৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে সাজেদুর রহমান খান চৌধুরী ১২৩ ভোট, চশমা প্রতীকে ১১৯ ভোট পেয়ে এ কে এম মোতাহারুল হক (সজল) বিজয়ী হয়েছেন। এদিকে, সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর হোসেন শাপলা ফুল প্রতিকে ১১৬ ভোট, মো. আনিছুর রহমান দোয়াত কলম প্রতিকে ১০৭ ভোট এবং আলহাজ¦ এসএম আব্দুল মাজেদ প্রজাপতি প্রতিকে ৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম কালু মই প্রতীকে ১৩৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে প্রাণনাথ দাশ ১৩৫ ভোট, সহ সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিল টেবিলফ্যান প্রতীকে ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দীন মোরগ প্রতিকে ১৩৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আলতাফ হোসেন ময়ুর প্রতিকে ১৩১ ভোট, এবং সহ সাংগঠনিক সম্পাদক পদে এএসএম রফিকুজ্জামান জগ প্রতিকে ৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

প্রচার সম্পাদক পদে জিএম আসাদুল্ল¬াহ মাইক প্রতীকে ১৪১ ভোট, সমাজসেবা সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে শাহাজাহান কবীর ১৫৮ ভোট, কোষাধ্যক্ষ পদে উড়োজাহাজ প্রতীকে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে, প্রচার সম্পাদক পদে আলহাজ¦ মো. আজিজ আহমেদ পুটু রিক্সা প্রতিকে ১২৭ ভোট, সমাজসেবা সম্পাদক পদে মো. মোসলেম আলী মোবাইল প্রতিকে ১১১ ভোট এবং কোষাধ্যক্ষ পদে শেখ আলমগীর হাসান ডালিম প্রতিকে ১২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উল্লেখ্য, দপ্তর সম্পাদক পদে অধ্যক্ষ আবু আহমেদ-গোলাম মোর্শেদ প্যানেলের মো. শাহীন হোসেন সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিজয়ের প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, এই জয় বাস-মিনিবাস মালিকদের জয়। আমরা সবসময় মালিকদের উন্নয়নে কাজ করেছি এবং করবো। মালিক ও শ্রমিক মিলেমিশে একসাথে কাজ করতে চাই।

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক এই নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন জজ কোর্টের তিনজন আইনজীবী। উক্ত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পিপি এড. আব্দুল লতিফ। সদস্য সচিব ছিলেন এড. শেখ সাইদুর রহমান এবং সদস্য ছিলেন এড. মো, সাহেদুজ্জামান সাহেদ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।