আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাতক্ষীরা সদর উপজেলা আয়োজিত বিআরডিবি হলরুমে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো ২য় পর্যায়ে) সুফলভোগীদের ৩দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মশিউর রহমান বাবু বলেন, স্বল্প পুঁজি ব্যায় করে গ্রামের প্রতিটি পরিবার দু’একটি করে গরু, ছাগল, ভেড়া ও দেশীয় জাতের মুরগী পালনে করে এবং তা বাজারে বিক্রি করলে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনাও সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস ইশতিয়াক শোভন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর প্রমুখ। অপরদিকে, বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গঠিত পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের ৩দিনব্যাপী আয়বর্ধনমূলক কর্মকান্ড গাভীপালন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান সমাপ্ত করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পজীপ-৩য়, বিআরডিবি উপজেলা প্রকল্প কর্মকর্তা জি এম আজমল হোসেন।