আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় দুই এমপি ও এক উপজেলা চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি এবং সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাবেক সভাপতি কামরুল ইসলাম ফারুক।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাী সুজন, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি ফারহা দিবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নূর মোহম্মাদ পাড়, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা ক্রীয়া সংস্থার নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুবেল, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথিরা একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা বিনির্মানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।