মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা সাতক্ষীরা।
সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ শেখ জুবায়ের আহমেদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও দুজন। শুক্রবার দুপুর ১২ টায় সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ জুবায়ের আহমেদ শহরের পলাশপোল পূর্বপাড়া এলাকার শেখ কবিরুজ্জামানের ছেলে। সে গতবছর পলাশপোল নুরুল কোরআন মদিনা মাদ্রাসা থেকে হাফেজি পাশ করেছিলো বলে জানা গেছে। আহতরা অপর দুজন হলেন রাহাত আলী(১৬) ও তরিকুল ইসলাম(২৬)।
প্রত্যক্ষদর্শী ইসমাইল গাজী জানান, তিনি শুক্রবার দুপুর ১২টার সময় পাশ্ববর্তী একটি ঘেরে কাজ করার সময় বিকট শব্দ শুনে এগিয়ে এসে দেখেন দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে দুমড়ে মুচড়ে পড়ে আছে।
ঘটনাস্থলেই শেখ জুবায়ের আহমেদ নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও সংগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জুবায়েরের পিতা শেখ কবিরুজ্জামান জানান, তার ছেলের বন্ধু রাহাত আলী সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা অভিমুখে দ্রতগতিতে বাইক চালানোর সময় জুবায়ের পেছনের সিটে বসেছিলো।
এসময় অপর একটি মোটরসাইকেলে(সাতক্ষীরা- ল-১১৭৮৬৬) তরিকুল ইসলাম নামের এক যুবক বিপরীত দিক থেকে দ্রতগতিতে আসার সময় দুজনেই নিয়ন্ত্রন হারিয়ে একে অপরের সাথে সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলে জুবায়ের মারা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক তন্ময় দেবনাথ জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। তার পরিবার ময়নাতদন্তের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।