আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় মদ,গাজা, বিয়ার ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা একটি টিম। তবে পলাতক রয়েছে লক্ষীদাড়ি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম মন্টু। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সাতক্ষীরার উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান ১৪ মার্চ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে একটি টিম সদরের মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন, ইসলামপুর গ্রামের মৃত রাশিদুল হকের ছেলে ফজলুল হক বকুল (৪৩) কে তিন পুরিয়া গাজাসহ আটক করেন।
তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দিনের জেল দেয়া হয়েছে এবং সদরের মোহনপুর গ্রামের আঃ খালেক ওরফে ডন খালেকের স্ত্রী মরিয়ম বেগমকে দুপুর ১২ টার দিকে তার বসতবাড়ী হতে ১৫ গ্রাম গাজাসহ হাতে নাতে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের জেল দেয়া হয়েছে।
উল্লেখ্য খালেকের বাড়ীর চারপাশে বিদ্যুতের খোলা তার দিয়ে ঘিরে রেখেছে যাতে কোন প্রশাসনের লোকজন বাড়ীর ভিতর ঢুকতে না পারে। এছাড়া
১৩ মার্চ বুধবার বিকাল ৩ টার দিকে আলিপুর পুর্বপাড়া হতে মোছাঃ তানজিনার খাতুন (৪২)কে আটক করা হয় এবং তার বাড়ীতে রাখা ৬ বোতল উইনসেরেক্স সিরাপ, ২ বোতল বিদেশী মদ ও ৫ ক্যান বিয়ার জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে, মামলা নং ১৭। এছাড়া গত ১২ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় সদরের ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী, মানব পাচাকারী আশরাফুল ইসলাম মন্টুর বসতবাড়ী হতে ১শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) উদ্ধার করে।
সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১৫।