মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৪১০ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টারঃ

আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে দিন ব্যাপি এ বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে উক্ত প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সৈয়দ ইখতেখার আলী, কামরুল ইসলাম ফারুক, শেখ নিজাম উদ্দিন, আশরাফুজ্জামান আশু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জিয়াউর বিন সেলিম যাদু, ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর প্রসাদ, তাজকিন আহমেদ চিশতি, মীর হাবিবুর রহমান বিটু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মেহেদী হাসান, এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, মীর মোশারফ হোসেন মন্টু, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, এমএমএ জায়েদ বিন গফুর, শরিফুল ইসলাম, আমিনুর রশিদ, এ্যাড. সোমনাথ ব্যানার্জী, সাইদুর রহমান শাহিন, আহছানুর রহমান রাজীব, আশরাফুল করিম ধনি, শেখ তৌহিদুজ্জামান চপল, জিএম ওমর ফারুক, সরদার মাজহারুল ইসলাম, শেখ নাছিমুর রহমান প্রমুখ।

সকাল থেকে নতুন পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ঐহিত্যবাহী পিএন হাইস্কুল প্রাঙ্গণ।

বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় সব শিক্ষার্থী। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, রোটারীয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু। মিলনমেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন। প্রাইমারী পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আর্বিভাব হয়ে থাকাটাই বন্ধুত্বের পরিচয়। আবার জীবনের তাগিদের জন্য কেউ কেউ ব্যস্ত সময় পার করে আসছি আবার উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে বসবাস করছি, সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা আগের মতই রয়ে গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি, একে-অন্যের পাশে পরিপক্ব হিসেবে আমরা সবাই দাঁড়াতে পারি।” সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের মিলন মেলা-২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা এমপি রবিসহ অতিথিরা। এদিকে সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বাদ্যবাজনা ও ব্যাণারসহকারে বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ অনুষ্ঠানে মিলিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শিক্ষার্থীরা। বিকাল থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও মিলন মেলা-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আকতার হোসেন ও প্রাক্তন ছাত্র মো. রাশেদুজ্জামান রাশি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।