বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরার দলুয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে র‌্যাবের অভিযান।

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র‌্যাবের অভিযানে ৪জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। ১১জনকে হাতেনাতে ধরে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। মোট ১৫জনের এক লক্ষ ৬৯ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

র‌্যাব জানায়, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে। এমন খবরের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি দুপুরে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, সাতক্ষীরার সমন্বয়ে জেলার পাটকেলঘাটা থানাধীন দলুয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় বাজারের নারায়ন চন্দ্র মন্ডল (৬৫) ও নিত্য নন্দন সরকার (৫০)কে ২০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। এছাড়া বিশ্বনাথ মন্ডল (৪১) ও রবিন মন্ডল (৩১)কে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, রমেশ সরকার (৩৫)কে ৫ হাজার টাকা, উদয় মন্ডল (১৮)কে এক হাজার টাকা, শ্রীকান্ত মন্ডল (২৫)কে এক হাজার টাকা, রাজু মন্ডল (২৬)কে একহাজার টাকা জরিমানা, গনেশ (৩৫)কে ৩ হাজার টাকা, সমিরন (৩৫)কে ৩ হাজার টাকা, শুভ (২৪)কে ৩ হাজার টাকা, শাহাদেব (৩০)কে ৩হাজার টাকা, আল মামুন (২২)কে ৩ হাজার টাকা, শংকর (৩৫)কে ৩হাজার টাকা এবং জয়ন্ত সরকার (৩৩)কে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬৭ কেজি চিংড়ি ও জেলি পুশ করার সরঞ্জমাদি উদ্ধার হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ও অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিক স্বেচ্ছায় পরিশোধ করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং জব্দকৃত চিংড়ি ও সরঞ্জমাদি ধ্বংস করা হয়।

 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।