বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

সাতক্ষীরার ভোমরায় পৃথক অভিযানে ৭৩ বোতল ফেন্সিডিল ও ১ টি মোটরসাইকেলসহ আটক – ৪

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

গাজী হাবিব, সাতক্ষীর: 

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির টহলদল পৃথক অভিযানে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ০৩ হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশে অভ্যন্তরে গাংনি ব্রিজ নামক স্থান থেকে ৭৩ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রাজার বাগান এলাকার বাসিন্দা মোঃ হাসান আলী ও জামাল বাদশা।

সাতক্ষীরা বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ভারত হতে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এসআইপি এনসিও হাবিলদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি চৌকষ টহলদলদল উক্ত স্থান থেকে ওই দু’জনকে আটক করে।

এছাড়া, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে ভোমরা সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ১জন ভারতীয় ও ১জন বাংলাদেশী নাগরিককে লক্ষ্মীদাড়ী থেকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, উত্তর চব্বিশ পরগনা জেলার হাতিয়ারা থানার যাত্রাগাছি গ্রামের এসও বক্কর আলীর জামাতা (আদারকার্ড: ৭০০১৫৭) ও মৃত. বক্কার আলীর ছেলে মোঃ মিজান আলী (৩৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার চাম্পাফুল গ্রামের শেখ আব্দুস সামাদের ছেলে শেখ আলিমুর রহমান (৩০)। আলীমুর রহমান ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্টনমেন্ট থানার দুর্গানগর গ্রাম হতে বাংলাদেশে প্রবেশকালে ভোমরা সীমান্তে আটক হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক অপর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩/৫-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীদাড়ী নামক স্থান থেকে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে সুবেদার মোঃ আফজার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল তাদেরকে আটক করে।

তিনি আরো জানান, আটককৃত ৪ ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।