শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ সুন্দরগঞ্জে “যতটুকু পারি” সামাজিক সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান। অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও সরঞ্জাম চুরির অভিযোগ

তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পঠিত

 

তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভায় মন্দির থেকে রাধা কৃষ্ণের মূর্তি এবং বিভিন্ন সরঞ্জামাদি চুরির অভিযোগ উঠেছে।

রবিবার (৯ মার্চ) রাতে পৌরসভার নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ মন্দির কমিটির।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মন্দিরের সেবায়েত সোমবার সকালে পূজা দিতে আসেন। মন্দিরের মূল ফটকে প্রবেশ করতেই তারা দেখতে পান কলাপসিকল গেট ও মন্দিরের স্টিলের গেটের তালা ভাঙা এবং মন্দিরের মূর্তিসহ দামি অনেক জিনিস নেই। পরে বিষয়টি তারা মন্দির কমিটি ও পুলিশকে জানান।

মন্দিরের পুরোহিত মালতি রানী বলেন, সোমবার সকালে নিয়মিত মন্দির পরিষ্কারের জন্য এলে আমি চুরির বিষয়টি জানতে পারি। এ সময় মন্দিরের তালা ভাঙা ছিল এবং রাধা কৃষ্ণের মূর্তি, গোপালের পিতলের মূর্তি ও আসবাবপত্র অনুপস্থিত ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটিকে জানানো হয়।

মন্দির কমিটির সভাপতি গৌর মালো বলেন, সকাল ৮টার দিকে কয়েকজন জানান, মন্দিরে চুরি হয়েছে। এসে দেখি রাধা কৃষ্ণের পিতলের মূর্তি, গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল কয়েকটি বড় বড় ডেকসহ পুজার কাজে ব্যবহৃত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম উধাও হয়ে গেছে।

তিনি বলেন, মন্দিরে কেউ থাকে না, সে সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে কখনও এমনটা ঘটেনি।

এদিকে মন্দিরে চুরির খবর পেয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আসেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। দুপুরের পর মন্দির পরিদর্শনে আসেন বাংলাদেশ হিন্দু পরিষদের আহ্বায়ক অনাথ মণ্ডল, সদস্য সচিব উৎপল মণ্ডলসহ বাংলাদেশ হিন্দু পরিষদের নেতারা।

বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য সচিব উৎপল মন্ডল বলেন, যারা মূর্তি ও পুজার বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে, আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, চোরেরা দুটি তালা ভেঙে মন্দিরের জিনিসপত্র চুরি করতে সক্ষম হয়েছে। মন্দির কমিটি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে এবং চুরি যাওয়া মূর্তি ও আসবাবপত্র উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com
<p>কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।</p>