মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম থেকেঃ
গত ১৭ মার্চ শুক্রবার, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাত আটটা হতে আরম্ভ হওয়া এ অনুষ্ঠান চলে এগারটা পর্যন্ত। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। শীর্ষ আলেমদের থেকে ধর্মীয় দিকনির্দেশনা শুনতে আমিরাতের বিভিন্ন স্থান হতে অসংখ্য প্রবাসীগণ উপস্থিত হন।
সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামিয়া বাবুনগরের প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মাহমুদ হাসান।
এছাড়া আরো আলোচনা পেশ করেন, নাজিরহাট বড় মাদরাসার পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী, শাইখ যাকারিয়া ইসলামী রিচার্স সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ, দুবাই আওকাফ মসজিদের খতিব ড. আবদুস সালাম, ফটিকছড়ি সুয়াবিল তালিমুল ইসলাম বালিকা মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী, নব জাগরণ সংগঠনের উপদেষ্টা, কারী মাওলানা শহিদুল ইসলাম, নব জাগরণ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মদ ওসমান, নব জাগরণ সংগঠনের আরব আমিরাত শাখার সভাপতি জনাব মুইনুল ইসলাম চৌধুরী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নব জাগরণ সংগঠনের সহ সভাপতি মাওলানা আবু দরদা মাসুম, মাওলানা হাফেজ জাকের, কওমি ভিশন সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ ওবাইদ, রাশেদুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা হোসাইন , মাওলানা ইরফান সোলাইমান, মুহাম্মদ আয়ুব, জাকের উল্লাহ, ফাহিম প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা শেখ আহমদ বিশেষ মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হয়।