আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ণ-২ এর আওতায় পুনর্বাসিত `ক` শ্রেণিভুক্ত পরিবারের তথ্য পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, পুলিশ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সূশীল সমাজের ব্যাক্তিদের সাথে মত বিনিময় করেন ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলী।
এসময় আরও উাপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম শত বার্ষিক উপলক্ষ্যে কয়েকটি প্রকল্পে সালথা উপজেলায় ৬৩৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবার খুজে পাওয়া না যাওয়ায় অত্র উপজেলাকে খুব শিগ্রই ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। উপস্থিত সকলে সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত করার জন্য গৃহিত পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।