আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন।
উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বজলুর রহমান, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শিরিন মহল সুলতানা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী,খন্দকার রেজাউর রহমান চয়ন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা খানম প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান।