বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

সালথায় অগ্নিদগ্ধ হয়ে নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

 

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহত ফরিদপুরের সালথা উপজেলার তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সালথার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের নিহত রিয়াজুল ইসলাম, পাশের কাঠালবাড়িয়া গ্রামের নিহত ইকবাল হোসেন ও আহত রাকিব হোসেনের বাড়ি গিয়ে তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতব্বর।

এ সময় নিহত দুই পরিবারকে ২০ হাজার টাকার করে দুটি চেক ও আহতের পরিবারকে ১৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। চেক বিতরণকালে গট্টি ইউপি চেয়ারময়ার হাবিবুর রহমান লাবলু, দৈনিক কালের কণ্ঠের সালাথা-নগরকান্দা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, যুবলীগ নেতা বাকি বিল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত ৭ মার্চ দিবাগত রাতে মুন্সীগঞ্জের মুক্তারপুল এলাকায় একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন সালথার ইকবাল হোসেন (২৫), তার খালাতো বোনের স্বামী রিয়াজুল ইসলাম (৩৮), চাচাতো ভাই রাকিব হোসেন (২৬) ও মতিউর রহমান (৩৩) নামের আরেক যুবক। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ রাতে মারা যান রিয়াজুল। আর মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ইকবালেরও মৃত্যু হয়। বাকি দুই জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে মতিউর কুড়িগ্রামের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।