আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় অবৈধ ভাবে গড়ে ওঠা প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময়, বাংলাদেশ পরিবেশ আইন, ১৯৯৫ (সংশোধিত আইন, ২০১০) মোতাবেক ঝুঁকিপূর্ণভাবে প্লাস্টিক দ্বারা তৈরি বিভিন্ন উপকরণ মজুতকরণ, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণের জন্য ৫০ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া মেশিন জব্দ করে থানার মালখানায় প্রেরণ করা হয় এবং কারখানা অবৈধ হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।