আকাশ সাহাঃ (সালথা ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় অবৈধ ভেক্যু মেশিন দিয়ে মাটি খননের দায়ে ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি এলাকায় বুধবার (৭জুন) দুপুরে মাটি কাটার সময় আটক করে অর্থদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী। এসময় আরও উপস্থিত ছিলেন,যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, উপজেলার যদুনন্দী ইউপির সাধুহাটি এলাকায় অবৈধ ভেক্যু মেশিন দিয়ে মাটি কাটছিলো একটি চক্র। সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌছে অবৈধভাবে মাটি খননের সময় চক্রটিকে হাতেনাতে আটক করে। এসময় পার্শবর্তী উপজেলা বোয়ালমারি উপজেলার ডহরনগর এলাকার মৃত সালাম ফকিরের ছেলে চক্রটির মূলহোতা রিপন ফকিরকে আটক করে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, ভেক্যু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি খননের সময় হাতেনাতে রিপন ফকির কে আটক করা হয়েছে। এসময় ইট ভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন-২০১৩ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।