আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজানের প্রবীন মুরিদ, আটরশি দরবার শরীফের গজল লেখক মরহুম আব্দুর রশিদ ডাক্তারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিলের আয়োজন করেন মরহুমের দুইপুত্র মোঃ ওহিদুজ্জামান ও সাংবাদিক আবু নাসের হুসাইন এবং তার পরিবার।
মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন ও হাফেজ মাওলানা ফখরুল ইসলাম।
এসময় সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু ও গট্টি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ সিকদার সহ জাকের পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মরহুম আব্দুর রশিদ ডাক্তার হোমিও চিকিৎসায় দীর্ঘ ৪৮ বছর ফরিদপুরের সালথা ও রসুলপুর বাজারে মানব সেবায় নিয়োজিত ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি আটরশি দরবার শরীফের জন্য প্রায় ৫শতাধিক গজল রচনা করেছেন। তিনি ১৯৪৮ ইং সালে জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৭২ শতাংশ জমি দান করেন। তিনি এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সব সময় মানুষকে ভালবাসতেন। শিক্ষার গ্রহণের জন্য সবাইকে উৎসাহ দিতেন।
২০১৩ ইং সালের ১৭ ই জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।