আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
গবেষণা ভিত্তিক বীজ প্রতিষ্ঠান এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের উদ্যোগে ফরিদপুরের সালথায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
শনিবার (০২ মার্চ) বিকালে উপজেলার বিষ্ণুদী ফসলী মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় উন্নত পেঁয়াজ বীজ ব্যবহারের বিষয়ে উপস্থিত কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।পরে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, সালথা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নগরকান্দা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, এমাস সিড এন্ড এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হাদী, কোম্পানিটির প্রধান বিক্রয় ব্যবস্থাপক হাবিবুর রহমান, এক্সিকিউটিভ অফিসার রবিউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল শেখ সহ পেঁয়াজ চাষে সংশ্লিষ্ট কৃষকরা উপস্থিত ছিলেন।