আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে এস এস সি পরিক্ষা-২০২৪ (গোল্ডেন A+) পেলেন জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাবাচ্ছুম আক্তার মহিমা।
রবিবার (১২ মে) সকাল ১১ টায় একযোগে প্রকাশিত হয় এস এস সি ও সমমান পরিক্ষা-২০২৪ এর ফলাফল, এ বছরে সালথা উপজেলায় মোট ৯ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
সালথা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৪ জন, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ে ২ জন, আটঘর স্কুলে ১ জন, ফুলবাড়িয়া স্কুলে ১ জন, নারায়ণ দিয়া স্কুলে ১ জন।
জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী বলেন, তাবাচ্ছুম আক্তার মহিমা জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের এক জন মেধাবী ছাত্রী, সে ২০২৪ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে শিক্ষক, অভিভাবক দের মুখ উজ্জ্বল করেছে তার ভবিষ্যত জীবন উজ্জ্বল হউক কামনা করি।
তাবাচ্ছুম আক্তার মহিমা সালথা উপজেলা গাট্টি ইউনিয়ন জয়ঝাপ গ্রামের মোহাম্মদ মিজানুর তালুকদার এর কন্যা। গত ২০১৮ খ্রিস্টাব্দে প্রাথমিকেও গোল্ডেন প্লাস পেয়েছিল সে এবং মহামারী কোভিড-১৯ এর কারণে ২০২১ খ্রিস্টাব্দে জেএসসি অনুষ্ঠিত হয় নাই।
ভবিষ্যতে সে একজন চিকিৎসক হয়ে স্বাস্থ্য সেবায় নিজেকে জনকল্যাণে নিবেদিত রাখতে চায়। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য পিতা-মাতা সকলের নিকট দোয়া কামনা করেছেন।