আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস,হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা নভেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলার সামনে এসে জড়ো হয়। এর পর উপজেলার প্রধান প্রধান সড়কে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে সালথা তেলের পাম্প সম্মূখে এক প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফিরোজ খাঁন রাজ এর সভাপতিত্বে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমামুল খাঁন, হোসাইন আলী,নাঈম মুন্সি,লিমন ইসলাম (শান্ত), সাকিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তালহা ইসলাম (রাব্বি),দপ্তর সম্পাদক আবির রহমান নিয়ামত,জেলা ছাত্রলীগের সদস্য জনি গাজী, ছাত্রলীগ নেতা মো.কাইয়ুম হোসাইন সহ শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফিরোজ খাঁন রাজ বলেন, বিএনপি – জামায়াত চক্র দেশে সমাবেশের নামে সাধারন মানুষের জান – মালের ক্ষতি সাধন করছে। তারা ধ্বংসাত্বক রাজনীতিতে মেতে উঠেছে৷ আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়া শুরু করেছে। গতকাল ঢাকায় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ০১ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে, প্রধান বিচার প্রতির বাসায় হামলাকরেছে, আগুন সন্ত্রাস করেছে, এবং মানুষের জানমাল ক্ষতির জন্য অহেতুক দেশব্যাপী হরতাল ডেকেছে। সালথা উপজেলা ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে বিএনপি – জামায়াত গোষ্ঠীর নীলনকশাকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্য ছাত্রলীগের নেতারা বলেন,তাদের আন্দোলন কখনো সফল হবে না৷ বিএনপিকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর কোন সুযোগ দেওয়া হবে না এবং তাদের সকল ষড়যন্ত্র রাজপথেই মোকাবেলা করা হবে। বিএনপি – জামায়াতের যে কোন ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং বলেন এই হরতাল মানি মানবনা,আর নয় বাসে আগুন,আর নয় মানুষ হত্যা প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।