আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৬ জানুয়ারী) দুপুরে জুম্মার নামাজের সময় উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে শৈলডুবি গ্রামের দুলাল শেখের সঙ্গে তার ভাতিজা নুর আলম শেখের বিরোধ চলে আসছিল। বিরোধের কারণে চাচা-ভাতিজা গ্রাম্য আলাদা দলও গঠন করেন। ভাতিজা নুর আলম স্থানীয় গ্রাম্য নেতা মান্নান মোল্যার পক্ষে আর চাচা দুলাল শেখ প্রতিপক্ষের গ্রাম্য নেতা হাসান মাতুব্বরের পক্ষে যোগ দেন। এরই মধ্যে শুক্রবার দুপুরে জুম্মার নামাজে যাওয়ার পথে বিরোধপূর্ণ জমি নিয়ে নুরু আলমের সঙ্গে দুলালের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা নামাজ পড়া বাদ দিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ সময় ঘটনাস্থল থেকে নিজাম শেখ ও শাওন ফকির নামে দুই জনকে আটক করে থানায় নিয়ে এসেছে।