আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন ও পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ (হিজরী ১৪৪৪) উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, মৎস্য কর্মকর্তা রাজীব রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় আগামী ১৪ এপ্রিল বাংলা নতুন বছর-১৪৩০ বরণ করা হবে এবং পবিত্র পবিত্র-ঈদ-উল-ফিতর-২০২৩ (হিজরী ১৪৪৪) যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্যের সাথে পালন করা হবে।