আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ “এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মোট ৬৫ টি খামারী ও পশু চিকিৎসা কেন্দ্র অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, হাবিবুর রহমান লাভলু, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার প্রমুখ।