আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুর জেলা (ফরিদপুর, গোপালগঞ্জ মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী) সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে মেজর (অবঃ) আতমা হালিমের বাড়ির সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর আতমা হালিম (অবঃ) এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যশোর -২ আসনের সংসদ সদস্য ডা. মেজর জেনারেল নাসির উদ্দিন (অবঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিএসসি (অবঃ) ডা. গ্রুপ ক্যাপ্টেন এস. এম ইদ্রিস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সার্জেন্ট জামান (অবঃ), মো. মিরাজ, মো.নুরুল ইসলাম আমিন, মো. বখতিয়ার, আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা আব্দল কাদের মিয়া প্রমুখ। এছাড়াও বৃহত্তর ফরিদপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন,আগামীতে বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী,মাদারীপুর,শরীয়তপুর, গোপালগঞ্জ জেলার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহত্তর সম্মেলন করা হবে।বক্তারা আরো বলেন,দেশ আজ উন্নয়নের রোল মডেল, এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের বদৌলতে।আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হয়েছে।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো আওয়ামীলীগ সরকার কে ক্ষমতায় আসতে হবে।
সভাটি সঞ্চালনা করেন মেজর দেলোয়ার এইচ কান (অবঃ) এবং সহকারী সঞ্চালক ছিলেন সার্জেন্ট মনিরুজ্জামান (অবঃ)।