সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ,বাবলু সভাপতি ,মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত  কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ,বাবলু সভাপতি ,মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান  সুমন হত্যা মামলা থেকে অব্যাহতি ও পূন: তদন্তে প্রকৃত আসামীদের মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ

সালথায় মেজর (অবঃ) আতমা হা‌লি‌মের গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

 

 

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষ্যে ফ‌রিদপু‌রের সালথায় গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ ক‌রে‌ছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু)। বুধবার (১৯ জুলাই) বিকা‌লে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন এলাকায় তি‌নি গণসং‌যোগ ক‌রেন, এরপর তি‌নি কাগদী বাজা‌রে গণসং‌যোগ কা‌লে লিফ‌লেট বিতরণ ক‌রেন। এর আ‌গে সোনাপুর ইউ‌নিয়‌নের মোন্তারমো‌ড়ে গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরন ক‌রেন।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান, রামকান্তপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও সা‌বেক সেচ্ছা‌সেবকলীগ নেতা মো: ইশারত হোসেন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক নাজমুল হো‌সেন, ডাঙ্গী ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তি বীর মুক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, যুবলীগ নেতা লুৎফর রহমান প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপ‌ি‌স্থিত ছি‌লেন।

কাগদী বাজা‌রে গণসং‌যোগকা‌লে আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হা‌লিম মাঝার‌দিয়া ইউ‌নিয়ন আওয়ামীলীগের সভাপ‌তি ও অত্র ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মোঃ আফছার মাতুব্ব‌রের সা‌থে সৌজন‌্য সাক্ষাত ক‌রেন। এসময় তি‌নি আফছার মাতুব্ব‌রের খোজ খবর নেন।

গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ শে‌ষে মেজর (অবঃ) আতমা হা‌লিম স্থানীয় নেতাকর্মী‌দের আ‌য়োজ‌নে কাগদী বাজা‌রে এক আ‌লোচনা সভায় যোগ দেন। আ‌লোচনা সভায় তি‌নি ব‌লেন, ফ‌রিদপুর-২ আসন‌টি আওয়ামীলী‌গের, এখা‌নো কোন বিভাজন নয়। আসন্ন সংসদ নির্বাচ‌নে এই আসন‌টি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে উপহার দিব। তাই ভেদা‌ভেদ ভু‌লে সক‌লে মি‌লে একসা‌থে নৌকার প‌ক্ষে কাজ ক‌রি।

তি‌নি আরও ব‌লেন, বঙ্গবন্ধু কন‌্যা আমা‌দের যে নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন তা তা বাস্তবায়‌নে আমরা কাজ ক‌রে যা‌চ্ছি। বর্তমান সরকা‌রের উন্নয়নমূলক কর্মকান্ড তু‌লে ধ‌রে আ‌মি কিছু লিফ‌লেট তৈরী ক‌রে‌ছি, আপনারা সেই উন্নয়‌নের চিত্র জনসাধার‌ণের কা‌ছে তু‌লে ধ‌রেন। শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলা‌দেশ আজ উন্নয়‌নের রোল ম‌ডেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে উন্নয়‌নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।