আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনাস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্তর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, সালথা থানার এসআই মোঃ কবিরুল হক, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান শাহীন, সাংবাদিক আবু নাসের হুসাইন সহ ইউপি সচিব ও ইউপি সদস্যবৃন্দ।