আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় , জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতায় মোঃ রবিউল ইসলাম শেখ (২৯) নামে এক যুবককে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়েছে।
গত রবিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নে গৌড়দিয়া বাজারের মোঃ সোহেল মোল্লার সাদিয়া মিষ্টান ভান্ডার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ রবিউল ইসলাম শেখ একই ইউনিয়নের সেনহাটি গ্রামের মোফাজ্জেল শেখের ছেলে।
জেলা পুলিশ জানায়, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা এর নির্দেশনায় ও ডিবি পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মামুনুর রশীদ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকসটিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সালথা উপজেলার গৌড়দিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ রবিউল ইসলাম শেখকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
ডিবির অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালথা উপজেলার গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে ৭৫০পিচ ইয়াবা ট্যাবলেট তাকে আটক করা হয়। এ ব্যাপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।