আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সুধীজন ও গ্ৰাম পুলিশ সদস্যদের সাথে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামকান্তপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (১০ এপ্রিল ) দুপুর ২টায় পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে রামকান্তপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন
আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ প্রমূখ। এছাড়াও অত্র ইউপির সচিব, ইউপির সদস্যরা উদ্যোক্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধি জনেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন। একটি সুন্দর সমাজ গঠন করার জন্য আপনার ছেলে-মেয়েদের কে যোগ্যভাবে মানুষ করে তুলবেন। আপনাদের সেবা দিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) রামকান্তপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মীমের সাথে কথা বলেন, এ সময় তিনি তার পড়াশোনা ও পরিবারের খোঁজখবর নেন ও শুভেচ্ছাস্বরুপ তাকে ফুল ও চকলেট উপহার দেন।