আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রথমত শারীরিক প্রতিবন্ধি। এরউপর সহায় সম্বলহীন রুবেল। প্রায় সময় থানার বারান্দায় অর্থাৎ পুলিশ কর্মকর্তার কক্ষের সামনে দিয়ে ছিল তার যাতায়াত। সেই সুত্রে পুলিশ সদস্যদের থেকে সাহায্য নিয়ে আসছিল ফরিদপুরের সালথা উপজেলার কাকদি গ্রামের প্রতিবন্ধি যুবক রুবেল খন্দকার। জন্ম প্রতিবন্ধি হওয়ায় নিজের গ্রাম থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন স্থানে জীবন জীবিকার নির্বাহের জন্য প্রতিদিন কয়েক কিলো পথ ঘুরে বেড়ায় যুবক রুবেল। তাকে দেখে হয়ত কেউ দুটি বা পাঁচটি টাকা হাঁতে গুজে দিলেও শারীরিক প্রতিবন্ধী হিসেবে একটি হুইল চেয়ার দেওয়ার কথা চিন্তা করেছে বলে কারো জানা নেই।
অবশেষে সালথা থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিকের নজরে আসে শারীরিক প্রতিবন্ধি রুবেলের বিষয়টি। তিনি মনে করেন একজন শারীরিক প্রতিবন্ধি যুবক জীবন জীবিকার যুদ্ধে প্রতিদিন কত মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়ে অর্থ উপার্জন করে ঘরে ফিরে। আমরাও ত মানুষ! আমাদেরও কিছু সামাজিক দায়িত্ব থাকে। তার সেই মানবিক বিবেক বোধ থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন শারীরিক প্রতিবন্ধি রুবেলকে যদি একটি হুইল চেয়ার উপহার দেওয়া যায় তাহলে দৈনিক চলাফেরার ক্ষেত্রে যে কষ্ট ভোগ করতে হয় রুবেলকে সেই ক্ষেত্রে দেহমনে শান্তির বারতা আসবে। শুক্রবার রুবেল আবার সালথা থানায় আসে। এসময় অফিসার ইনচার্জ শেখ সাদিকের কক্ষের সামনে দিয়ে যেতেই রুবেল তাকে দেখে সেখানে দাড়িয়ে পড়ে। অফিসার ইনচার্জ তাকে জিজ্ঞেস করে বিবিধ কথা। তার কথায় মনে সাহস নিয়ে রুবেল খন্দকার নিজেও অফিসার ইন চার্জের কাছে নিজের চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ার দাবী করে। একদিকে নিজের মানবতার ইচ্ছে অন্যদিকে শারীরিক প্রতিবন্ধি যুবকের চাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে রোববার দুপুরে কাকদি গ্রামের প্রতিবন্ধি যুবক রুবেল খন্দকারকে একটি হুইল চেয়ার অনুদান দেন সালথা থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক।
এসময় সালথা এস আই পরিমল কুমার বিশ্বাস, মোঃ আবুল কালাম আজাদসহ অন্যান্যে পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধি ও সহায় সম্বলহীন রুবেল আবেগ আপ্লূত হয়ে পরে। সেখানে একটি মায়াবী মানবিক চেতনা পরিস্ফুটিত হয়ে উঠে। একটি পর্যায়ে সালথা থানার অফিসার ইন চার্জকে জড়িয়ে ধরেন রুবেল। নিজের আবেগ ধরে রাখতে পারেননি শেখ সাদিক। সেই দৃশ্য দেখতে থাকেন থানার পুলিশ সদস্যরা আর উপস্থিত থানার দর্শনার্থীরা। অপরদিকে নিজের স্বপ্নের সেই হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বাসিত শারীরিক প্রতিবন্ধি রুবেল।
এ বিষয়ে জানতে চাইলে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক বলেন, প্রতিবন্ধী ছেলেটি আমাকে ফোন করে একটি হুইল চেয়ার চেয়েছিল। আজ আমি সালথা থানা পুলিশের পক্ষ থেকে তাকে একটি ভালো মানের হুইল চেয়ার উপহার দিয়েছি। হুইল চেয়ার টি পেয়ে সে অনেক খুশি হয়েছে এবং আমাদের জন্য দোয়া করেছে।