আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সালথা থানা প্রশাসনের আয়োজনে সালথা থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে থানা চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শেখ সাদিকের সভাপতিত্বে সালথা থানার এস অাই সৈয়দ অাওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিবীদ ও কবি শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রুপা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন অাওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও অাটঘর ইউপি চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির অালী, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান অাফছারউদ্দীন মাতুব্বর, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান ফরিদ হোসেন প্রমুখ।
এছাড়াও সালথা থানার সকল পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সকল ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সকল গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।