মুন্সীগঞ্জর সিরাজদিখানে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে নির্বাহী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসিক আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে নানারকম আনন্দ-ফুর্তি, অশ্লীলতা, মদ্যপান, নাচগান ও উশৃংখলতা রোধে দৈনিক সমকালের সাংবাদিক ইমতিয়াজ বাবুলের এমন বক্তব্যে সভায় সভার সম্মতিক্রমে সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে থার্টি ফাস্ট নাইট ডিজে পাটি,উচ্চশব্দ পটকাবাজি, আতশবাজি আনদ-ফুর্তি, অশ্লীলতা, মদ্যপান, নাচগান ও উশৃংখলতা
বন্ধ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তাসনিম আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক,মুক্তিযুদ্ধা কমান্ডার মতিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।