সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
liton mahmud
-
আপডেট সময়
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
-
১১০
বার পঠিত
আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদ বেদি ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয়। পরে উপজেলা মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্যারেডে অংশগ্রহণ করেন থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্যারেড ও ডিসপ্লেতে অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর, থানা ওসি মুজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক- শিক্ষার্থী সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।
সাংবাদ পড়ুন ও শেয়ার করুন
আরো জনপ্রিয় সংবাদ