দেবহাটা প্রতিনিধি:
সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি ও আন্তর্জাতির সীমারেখায় ইছামতি নদীর জলসীমা টপকে ভারত থেকে আনা ১১টি এয়ারগান জব্দ করেছে দেবহাটা থানা পুলিশ।
মঙ্গলবার এয়ারগান গুলো দেশের বিভিন্ন এলাকায় পাঁচারের প্রস্তুতিকালে সখিপুর পরিবহন কাউন্টারের সামনে থেকে তা জব্দ করে পুলিশ। এসময় ইমদাদুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারিকেও পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমদাদুল ইসলাম সাতক্ষীরা সদরের মাগুরা লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তারের নের্তৃত্বে এসআই হাফিজুর রহমান, এএসআই জাহিদুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ওই চোরাকারবারিকে গ্রেপ্তারসহ এয়ারগান গুলো জব্দ করেন।
এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত চোরাকারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে উল্লেখ করে দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার বলেন, অস্ত্র চোরাচালানে জড়িত সিন্ডিকেটের হোতাদের শনাক্তসহ গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।