ডেস্ক রিপোর্টঃ
(বাঙ্গালী চিকিৎসা সেবা ফাউন্ডেশন)
36/4 শান্তিপার্ক কলকাতা
রেজিঃ নং k in 657086(1990)
(সকল সদস্যদের ডিজিটাল পরিচয় পত্র, ফাউন্ডেশন এর যাবতীয় পেপারস, সকল সদস্যদের ছবি পরিচয় সহ গাইড বই, ও বাৎসরিক উপহার হিসাবে একটা করে ল্যাপটপ সবার ঠিকানায় পোষ্ট করা হয়েছে।)
সকল সদস্যদের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভারতীয় বাঙ্গালী, প্রবাসী বাঙ্গালী ও বাংলাদেশী সকল সদস্যগণদের অফুরন্ত ভালোবাসা রইলো। বাৎসরিক কনফারেন্স হবার পর অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়না কাজের ব্যস্থতায়।
আমাদের কেন্দ্রীয় কমিটির কনফারেন্সে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ফাউন্ডেশন এর সদস্য তিন বছর পরপর নতুন সদস্য সংযুক্ত করা হয়। এবারো সামান্য কিছু সদস্য সংযুক্ত করা হবে। ভারতীয় বাঙ্গালী, প্রবাসী বাঙ্গালী ও বাংলাদেশী সদস্য হতে পারবেন। যেসব পুরাতন সন্মানিত সদস্যগণ বলে রেখেছিলেন নতুন সদস্য করার জন্য দ্রুত সম্ভব যোগাযোগ করুন অফিসে। যে কোন পেশার বাঙ্গালী সদস্য হতে পারবেন।
* সকল সদস্যদের ডিজিটাল পরিচয় পত্র প্রদান।
*সকল সদস্যদের পরিবারের ভারতে চিকিৎসা সম্পুর্ন ফাউন্ডেশন বহন করবে। প্রয়োজনে নিজ অবস্থান দেশ থেকেও সকল সুবিধা পাবেন।
* সকল সদস্যগণ দের পরিবারের অধ্যায়নরত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ফাউন্ডেশন পাশে থাকবে।
*সকল সদস্যদের নিজ নিজ এলাকায় ফাউন্ডেশন কতৃক মেডিক্যাল ক্যাম্প করা হবে এবং সুচিকিৎসা প্রদান করা হবে।
*ছিন্নমূল অসহায় মানুষের পাশে ফাউন্ডেশন সব সময় থাকবে।
* যে কোন সমস্যায় ফাউন্ডেশন সদস্যদের পাশে থাকবে।
*বাৎসরিক কনফারেন্স বিভিন্ন দেশে সকল সদস্যগণ দের নিয়ে ,সম্পুর্ন ফাউন্ডেশন বহন করবে।
* প্রকৃতিক দুর্যোগকালীন সময় ফাউন্ডেশন সকলের পাশে থাকবে।
*ধর্ম বর্ন গোত্র সকল শ্রেনির মানুষের পাশে ফাউন্ডেশন পাশে থাকবে।
* বাংলা ও বাঙ্গালীর বন্ধন উজ্জ্বল করতে বদ্ধ পরিকর ফাউন্ডেশন।
সৃষ্টির সেবার মাঝেই মহান শ্রষ্টার সন্ধান পাওয়া যায়। আসুন আমরা সবাই মানবতার সেবা করি। ভালোবাসা বিলি করি মানবতায়।
আজকে শেষ দিন সদস্য সংযুক্ত হবার।
ডাঃ মেহবুবা চৌধুরী শুভ্রা’র
স্ট্যাটাসে হুবহু আমাদের প্রতিনিধি সংগ্রহ করেছেন
ডাঃ মেহবুবা চৌধুরী শুভ্রা সবার প্রতি