জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ “শ্রমিক মালিক ঐক্য গড়ি ,স্মার্ট বাংলাদেশ গড়ি”এ প্রতিপাদকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক (মহান মে) দিবস পালিত হয়েছে।
সোমবার(১লা মে) দিবসটি উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন সহ কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ উপজেলা শ্রমিক লীগ, মোটর শ্রমিক ইউনিয়ন,দর্জি শ্রমিক ইউনিয়ন, দোকান শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের লোকজন র্যালীতে অংশগ্রহন করে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, যুব মহিলা লীগ সভাপতি আল্পনা গোষ্বামী,যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।