জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসএমসি কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের এ্যাডভোকেসি সভানুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৮ডিসেম্বর)সচেতন সোসাইটির বাস্তবায়নে ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির(এসএমসির)সহযোগিতায় অনুষ্ঠিত উপজেলা এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আল মারুফ।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার.বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল ফাত্তাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেকেন্দার আলী,সমাজসেবা কর্মকর্তা রফিকুলজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু সাঈদ।
এসময় বক্তব্য রাখেন,ইব্রাহিম খলিলুল্লাহ, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,রেজাউল আলম রেজা,জহুরুল ইসলাম,শামসুল হুদা,মোকলেছুর রহমান মন্ডল,আজহারুল ইসলাম,ফুল মিয়া,মঞ্জু মিয়া।
প্রোগ্রামের শুরুতেই মাতৃ,শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও কিশোর কিশোরীদের বয়সন্ধিকালে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন,সচেতন সোসাইটির গাইবান্ধা ও রংপুর জেলা ডিএম মাসুম বিল্লাহ্, ডিপিএম শাহীন মিয়া,উপজেলা সুপারভাজার শাহানাজ পারভীন,মিলন কুমার সরকার,সিএম আরফিনা আক্তার,আখি আক্তার ও হাসিনা খাতুন।