জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র তাপপ্রবাহে গবাদিপশুর সেবায় মাঠে কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের লোকজন।
তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি প্রাণিকুলের জীবনযাত্রাও চরম সংকটে পড়েছে। যার ফলে হিট স্ট্রোকে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের পাশাপাশি কিছু গবাদিপশুরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক এই বিপর্যয় থেকে প্রাণি সম্পদকে রক্ষা করার জন্য সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ দপ্তর কর্তক মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা ও খামারিদের সচেতন করাসহ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের খামারি ও গবাদিপশুর যত্নে নানাবিধ সচেতনামূলক পরামর্শ প্রদান করে যাচ্ছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সূত্রে জানা যায়, তীব্র এই তাপদাহে দেশে চলমান মৃদু ( ৩৬°-৩৮°সে.) থেকে মাঝারি (৩৮°-৪০° সে.) কিংবা কোথাও কোথাও তীব্র (৪০°-৪২° সে.) তাপ প্রবাহ চলমান থাকতে পারে। এমতাবস্থায় তাপ প্রবাহজনিত পীড়ন (স্ট্রেস) সহনীয় করতে গবাদিপশু/ পোল্ট্রি খামারীগণ ঘরকে শীতল রাখার জন্যে চালে পানি ছিটানো,ভেজা চট/বস্তা বা কাপড় চালে বিছিয়ে বা ঘরে মধ্যে ঝুলিয়ে রাখা যেতে পারে। এছাড়া এই গরমে গবাদিপশুর যত্নে একাধিকবার গোসল করাতে হবে।
এক বিশেষ বিবৃতিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছাঃ সুমনা আক্তার বলেন, তীব্র তাপপ্রবাহে গবাদিপশু পাখি রক্ষায় তাদেরকে ছায়া যুক্ত স্থানে রাখতে হবে,প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে,পানির সাথে স্যালাইন বা ইলেক্ট্রোলাইট মিশাতে হবে। সম্ভব হলে মিনারেল মিক্সচার ব্লক সরবরাহ করতে হবে। সেই সাথে প্রচন্ড গরমে পারতপক্ষে কৃমিনাশক / টিকা প্রদান কিংবা গবাদিপশু পরিবহন পরিহার করতে হবে।তবে দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে এ কাজগুলো করা যেতে পারে।
এছাড়াও খামারিদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।