কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বানভাসি মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ শুরু করেছে সামাজিক সেবামূলক সংগঠন ইয়ুথ ফর বাংলাদেশ। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার হরিপুর ইউনিয়নের বন্যা কবলিত পাচ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।
জানা যায়,(ইয়ুথ ফর বাংলাদেশ) এর অর্থায়নে চিলমারী সোস্যাল সার্ভিস ইয়ুথ অর্গানাইজেশন এর সহযোগিতায় খাবার বিতরণের আয়োজন করা হয়।
উক্ত খাবার বিতরণে সার্বিক সহযোগিতা করেন চিলমারী সোস্যাল সার্ভিস ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লিমন আহমেদ,লিমন ,রাফি,সায়েম,আলিফসহ সংগঠনের সদস্যবৃন্দ।
ইয়ুথ ফর বাংলাদেশ সংগঠনের অর্থায়নে বন্যা কবলিত মানুষের মাঝে আগামী কয়েক দিন ১ বেলা রান্না খাবার বিতরণ করবে বলে জানিয়েছেন তারা। তারই ধারাবাহিকতায় আজ ৫ম দিন।
ইয়ুথ ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলার টিম লিডার মোঃ রাঙ্গা বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যায় মানুষের কষ্ট ও দুর্ভোগ দেখে আমরা রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেই। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা আগামী কয়েক দিন এই কাজটি চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।