সুন্দরগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫সেপ্টেম্বর)বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলার মাঠেরহাট সন্নিকটে ঈদগাহ মাঠে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ।
এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আশেক আলী বিএসসি, সদস্য সচিব, মাহমুদুল ইসলাম প্রামানিকসহ বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা ‘জনপ্রতিনিধিত্বহীন, গণবিরোধী স্বৈরাচারী সরকার কর্তৃক জ্বালানি তেলসহ সকল পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোড সেডিং ও ভোলাসহ নারায়নগঞ্জে বর্বরচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানান।