জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪নভেম্বর )বিকালে উপজেলার বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।
বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রানার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিদুল হক মন্ডলের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শাফিউল ইসলাম সাফি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল।
এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওলানা আবুল হোসাইন, আহসান হাবিব খোকন, যুগ্ম-সম্পাদক কওছর আযম হান্নু, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল হক রেজা, সোনারায় ইউনিয়ন জাপার সভাপতি আনছার আলী সরদার, শান্তিরাম ইউনিয়ন জাপার সভাপতি শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়ন জাপার সভাপতি আশরাফুল আলম, বেলকা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মফিদুল হক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সারওয়ার হোসেন বাবু, যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সুজন পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক আব্দুর রাজ্জাক প্রমূখ।
সম্মেলনে দ্বিতীয় পর্বে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে রেজাউল ইসলাম রানা সভাপতি, মফিদুল হক মন্ডল সাধারণ সম্পাদক ও এনামুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।