ঘন্টাব্যাপী চলমান উক্ত মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু রায়হান কবির লেবু’র বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মুলক ধর্ষণ মামলার প্রতিবাদ ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহাবের দাবিতে বক্তব্য রাখেন,পল্লী বিদ্যুৎ (সমিতি-১রংপর) সুন্দরগঞ্জ জোনাল অফিস ব্রাঞ্চ পরিচালক এবি এম আনিছুর রহমান, ইউপি সদস্য মশিউর রহমান,সমাজসেবক গোলাম আযম ফুলমিয়া,আব্দুর রাজ্জাক সরকার বাবলু,পিপুল মিয়া,মিজানুর রহমান,আনিছুর রহমান,লুৎফর রহমান প্রমূখ
এসময় বক্তারা বলেন, আবু রায়হান লেবু একজন নম্র ভদ্র ছেলে,ঝিনিয়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী,তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন,আবারো তিনি প্রবাসে যাবেন,তিনি যেন প্রবাসে না যেতে পারেন,তার মানসম্মান খুন্ন করার জন্য একটি কুচক্রী মহল নেত্রকোনা থেকে আসা অপরিচিত মেয়েটির দ্বারা তার নামে মিথ্যা ষড়যন্ত্র মুলক ধর্ষণ মামলা করান।
বক্তারা আরো বলেন,অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবু রায়হান লেবুর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহার সহ অপরাধীদের শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।